বয়স বেড়ে গিয়েছে, তাতে কী? তাই বলে শরীরচর্চা অবহেলা নয়৷ ৫০-এর কোঠায় পৌঁছে আপনার দরকার নিজের প্রতি আরও বেশি করে যত্নবান হওয়া সংসার, সন্তান, কেরিয়ার সামলে আপনি এখন মোটামুটি থিতু৷
হার্ট অ্যাটাক হতে গেলে যে মোটা, মাঝবয়সী মানুষ হতে হবে, সুগার-প্রেশার-কোলেস্টেরল বেশি থাকতে হবে, বাবা-দাদার করোনারি হৃদরোগ থাকতে হবে, এ রকম কোনও নিয়ম আর আজ নেই৷
আমি ক্লাস এইট থেকে আমার এক ক্লাসমেট -এর সঙ্গে প্রেম করছি৷ বর্তমানে আমি প্রাইভেট কম্পানিতে কম্পিউটার অপারেটরের কাজ করি এবং আমার গার্লফ্রেন্ড বেসরকারি হাসপাতালের নার্স৷
কখনও ভেবে দেখেন আপনার টুথব্রাশেও জীবাণু থাকতে পারে? বোঝো, এ তো ‘সরষের মধ্যেই ভূত’-এর মতো কথা হয়ে গেল। সম্প্রতি ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক পরীক্ষা করে দেখেছেন, একটি ব্যবহৃত টুথব্রাশের মধ্যে ১ কোটি ব্যাক্টেরিয়া থাকতে পারে।
তোমার একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেক সংসারের রীতি-নীতি আলাদা৷ আবার প্রত্যেক কাপল-এর ইন্টারঅ্যাক্ট করার পদ্ধতিও আলাদা৷ অনেক কাপলকে দেখা যায় বছরের পর বছর ঝগড়ার মধ্যে দিয়েই জীবন অতিবাহিত করেন৷
আমার গার্লফ্রেন্ড আমার চেয়ে তেরো মাসের বড়৷ আমাদের রিলেশনশিপ আগে খুবই ভালো ছিল৷ কিন্ত্ত যেদিন আমি ওকে জানাই যে আমি ওর থেকে বয়সে ছোট, সেদিন থেকেই ও কিছুতেই আর আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না৷
মশা মারতে কামান দাগলেও দাগতে পারেন, কিন্তু স্প্রে করতে গেলে সাবধান! এর জেরে শরীরে ঘাঁটি গাড়তে পারে মারাত্মক জীবাণু, যার প্রভাবে আচ্ছন্ন হতে পারেন গভীর কোমায়।
মুখ দেখে কি বলে দেওয়া সম্ভব কোনও মানুষের মৃত্যুর সময়? সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই বিস্ময়কর সত্য। অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে অসম্ভবকে সম্ভব করেছে কম্পিউটার।
হার্ট অ্যাটাক এড়াতে চান? তা হলে 'বেটার হাফ'-এর সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রাখুন। তাঁর কথা মেনে চললেই আপনার মঙ্গল।সম্প্রতি এমনই নিদান দিয়েছে চিকিত্সা বিজ্ঞান।
No comments:
Post a Comment