Pages

Saturday, 17 January 2015

jene rakho





    রকমারি ওয়র্কআউট দু’মাস ধরে৷ তাতেই বাড়তি মেদ ঝরিয়ে আপনি স্লিম অ্যান্ড স্লিক৷
    EISAMAY.INDIATIMES.COM




    আগেকার বেশিরভাগ স্বাস্থ্যসচেতক আখড়ায় হুশ হাশ করে সকাল, বিকেল দু’বেলা মুগুর ভাঁজতেন৷ আর পেটপুরে বাদাম খেতেন৷ তাঁদের মতে, বাদাম অতি পুষ্টিকর খাদ্য৷ এখনকার ‘ফিগার’ সচেতন মানুষ বাদাম থেকে শতদূরহস্ত৷ বাদাম মানেই ফ্যাট, ক্যালোরি বেশি৷
    EISAMAY.INDIATIMES.COM



    এমন অনেকেই আছেন যাঁদের পেশার খাতিরে, দিনের মধ্যে দশ ঘণ্টারও বেশি কর্মস্থলেই কাটাতে হয়৷ এরপরে তাঁদের যদি ডেলি ফিটনেস রেজিম না থাকে তা হলে দোষের কিছু নেই৷
    EISAMAY.INDIATIMES.COM



    ডেটলাইন মিস না করার তাগিদে হয়তো দিনে টানা ১০ ঘণ্টাই ডেক্সটপের সামনে কাটাতে হয়৷ তার অবধারিত সাইড এফেক্ট ব্যাক পেন৷
    EISAMAY.INDIATIMES.COM



    গরমকে জব্দ করতে হবে৷ শরীরকে রাখতে হবে ঠাণ্ডা ও সুস্থ৷ সামার ডায়েটও হবে সেই বুঝে৷
    EISAMAY.INDIATIMES.COM




    পুরুষের বুকে নারীর মন বা নারীর বুকে পুরুষের৷ দীর্ণ হওয়ার দিন আর নেই৷ চিকিত্‍সায় শরীরে-মনে মিলমিশ করে দেওয়া আজ জলভাত৷
    EISAMAY.INDIATIMES.COM




    দুর্দান্ত গরমে সর্দি-গর্মি, মারাত্মক ক্লান্তি, জ্ঞান হারানো এমনকী হিটস্ট্রোকের আশঙ্কাও এখন ঘরে ঘরে৷ কী করে এ সব এড়িয়ে ভালো থাকবেন?
    EISAMAY.INDIATIMES.COM




    সুস্থতার চাবিকাঠি নাকি লুকিয়ে ‘তেতো’ আর ‘টক’ -এর মধ্যে! গরমে শুরুতে এবং শেষ পাতে এই দুই পদ থাকা তাই ভীষণ জরুরি৷ আদতে ‘তেতো’ আর ‘টক’ কতটা উপকারী?
    EISAMAY.INDIATIMES.COM



    গরম বাড়ছে বলে শরীরচর্চা বন্ধ করে দেবেন না যেন৷ বরং গরমে আরাম পেতে এক্সারসাইজ মাস্ট৷
    EISAMAY.INDIATIMES.COM



    গোড়ালি ব্যথায় হাঁটাচলা বন্ধ? পায়ের কড়া ফ্যাসাদে ফেলেছে? হাঁটু-পা-কোমর ব্যথা তিষ্ঠোতে দিচ্ছে না? জুতো থেকে হচ্ছে না তো?
    EISAMAY.INDIATIMES.COM




    আপনি অত্যন্ত কনফিউজড৷ ‘ভুলে যাওয়ার’ প্রসঙ্গ তখনই ওঠে যদি আপনি আদৌ তাকে ভুলতে চান! আমার মনে হয় একাকীত্বে শুধু আপনার গার্লফ্রেন্ডই নয়, আপনিও আছেন৷
    EISAMAY.INDIATIMES.COM




    একজোড়া সুগঠিত চওড়া কাঁধ সবসময়েই আপনার চেহারার প্লাস পয়েন্ট৷ তবে শুধু দৈহিক সৌন্দর্যই নয়, শরীরকে সুস্থ রাখতেও নিয়মিত শোল্ডার এক্সারসাইজ জরুরি৷
    EISAMAY.INDIATIMES.COM




    ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের পাশাপাশি স্ন্যাকস চাই৷ এই স্ন্যাকস হবে টেস্টি অথচ হেলদি৷ তবেই তো আপনি থাকবেন এনার্জিতে ভরপুর৷
    EISAMAY.INDIATIMES.COM




    দিনে এক কাপ কফি সারিয়ে দিতে পারে আপনার চোখের সমস্যা। খাদ্য-গবেষকদের দাবি অন্তত সেরকমই।
    EISAMAY.INDIATIMES.COM




    চিনি খেলে মোটা হয়ে যাওয়ার ভয়ে নিশ্চয় 'মিষ্টিমুখ' করার রেওয়াজ তুলে দিয়েছেন? কিন্তু গবেষণা বলছে অন্য কথা। রক্তে চিনির অভাব কিন্তু সম্পর্ককে অনেক বেশি তেতো করে তুলতে পারে।
    EISAMAY.INDIATIMES.COM




    ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ফোন৷ শোওয়ার ঘরে এদের প্রবেশ নিষেধ না হলে অনিদ্রা সারার উপায় নেই
    EISAMAY.INDIATIMES.COM




    বোটক্স নয়, মুখের বয়সের রেখা কমাতে ফেসিয়াল এক্সারসাইজ করুন৷ শুধু খরচা করতে হবে দিনে পনেরো মিনিট৷
    EISAMAY.INDIATIMES.COM




    জানেন কি আপনার শরীরে যতরকমের সংক্রমণের সম্ভাবনা রয়েছে তার ৮০ শতাংশই স্পর্শজনিত? অর্থাত্‍ হাত যদি ঠিক মতো পরিষ্কার না থাকে তাহলে বাইরের ক্ষতিকর জীবাণু অতি সহজেই শরীরে প্রবেশ করতে পারে৷
    EISAMAY.INDIATIMES.COM




    পঞ্চব্যাঞ্জনে সাজানো থালা, পাশে ঝকঝকে গ্লাসে জল। দ্বিপ্রহর বা নৈশভোজে এই ছবি যদি আপনার পরিচিত হয়, তাহলে সাবধান। আপনি জেরবার হতে পারেন হজমের সমস্যায়।
    EISAMAY.INDIATIMES.COM




    আপনার বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান জানাচ্ছেন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ সুব্রত চট্টোপাধ্যায়
    EISAMAY.INDIATIMES.COM





    প্রচলিত ধারনা, হাঁটলে মেদ ঝরে। কিন্তু সত্যি কি তাই? চিকিত্‍সকরা কিন্তু অন্য তত্ত্বও পেশ করছেন। তাঁদের মতে, মেদ ঝরানোর জন্যই শুধু হাঁটা নয়, শরীর থেকে মেদ তাড়াতে সাইক্লিং বা সাঁতার কাটাও অত্যন্ত জরুরী।




    মডেল হিসেবে সুপরিচিত ফ্রেডি দারুওয়ালা এবার অভিনয়ও করতে চলেছেন৷ প্রথম ছবিই অক্ষয় কুমারের সঙ্গে৷
    EISAMAY.INDIATIMES.COM




    রোদে বেরোবার আগে, বা রোদ থেকে বাড়ি ফিরে, কী ধরনের খাবার খাবেন, আর কোন খাবারই বা বাতিল করবেন তার চেকলিস্ট
    EISAMAY.INDIATIMES.COM




    রূপচর্চা করার আগে দেখে নিয়েছেন তো আপনার ব্যবহার্য বস্ত্তটি কেমিক্যাল ফ্রি কি না? নাহলেই কিন্তু বিপদ৷ শরীরে যদি শ্বেতীর জিন থাকে, সমস্যায় পড়তে পারেন৷
    EISAMAY.INDIATIMES.COM





    সিগারেট ছাড়তে চান? এগিয়ে আসুন৷ ওষুধ, কাউন্সেলিং সব আছে৷ কয়েক ঘণ্টায়, হ্যাঁ, মাত্র কয়েক ঘণ্টাতেই জীবন বদলে যেতে শুরু করবে৷





    শুধু শরীরের মাপ-জোক বুঝে নয়, এখন ডায়েট চার্ট তৈরি হচ্ছে খাওয়ার ধরন বুঝেও৷ তাতে নাকি উপকার মিলছে বেশি৷ কেমন এই নতুন রকমের খাদ্যতালিকা?




    সন্তানের জন্মের পর মায়ের দায়িত্ব অনেক বেড়ে যায়৷ সংসারের নতুন অতিথিটির দেখভাল করতেই সারা দিন কেটে যায়৷ তার উপর রয়েছে সংসারেরও কাজ৷
    EISAMAY.INDIATIMES.COM





    আপনার ডান চোখের পাতা লাফাচ্ছে! তাহলে আজ আর অফিসে যাবেন না। নির্ঘাত্‍ কোনও অঘটন ঘটবেই ঘটবে। আর যদি বাম চোখের পাতা লাফায়, তাহলে বিন্দাস বাইরে বেরোন। খোশমেজাজেই কাটবে সারাদিন।





    গরমকাল আসার কিছু দিনের মধ্যেই ‘ত্রাহি মধুসূদন’ ডাক ছাড়তেই ব্যস্ত হয়ে পড়ে প্রাণীকূল। কিন্তু যাঁরা একটু ‘সু’-স্বাস্থ্যের অধিকারী, তাঁদের জন্য এই সময়টা মেদ ঝরানো বা ওজন কমানোর জন্য সব থেকে উপযুক্ত। তেমনটাই মত ডাক্তারদের।


                                                                


      BAIDYA 
      BAIDYABAIDYA @GMAIL .COM 


      First Page| | ২| | | ৫| ৬| ৭| ৮| ৯| ১০|
                                                                

No comments:

Post a Comment